বরিশালের হাটে বাজারে জমে উঠছে তরমুজের ব্যাবসা

0
(0)

বরিশালের হাটে বাজারে জমে উঠছে তরমুজের ব্যাবস
মোঃতুহিন স্টাফ রিপোর্টারঃবরিশাল এর ১০ টি উপজেলার হাট-বাজারগুলোতে মৌসুমী ফল তরমুজের রমরমা ব্যবসা শুরু হয়েছে।তরমুজ বাজারজাত শুরু হয়েছে প্রায় ২ সপ্তাহ আগেইবরিশালের গৌরনদী, মাহিলাড়া ও শিকারপুর এর ব্যাবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে তরমুজের পাইকারি বাজারে দাম এর প্রভাব পড়লেও খুচরা বাজারে তরমুজের দামের তেমন কোনো প্রভাব পড়েনি।
বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ভোক্তা/ক্রেতারা বেশি দামে তরমুজ কিনতে বাধ্য হচ্ছেন।
বাজারে মাঝারি সাইজের তরমুজ ১৫০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
এদিকে বিভিন্ন জেলা থেকে তরমুজ আমদানি করতে পরিবহন খরচ অনেক বেশি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।বিভিন্ন অজুহাতে ট্রাক ভাড়ার পরিমাণ বহুগুণে বেড়ে গেছে।বরিশাল জেলা সদর, উজিরপুর, বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া উপজেলার হাট-বাজারগুলোতে যেসকল তরমুজ বিক্রি হয় তার বেশির ভাগই পটুয়াখালী, বরগুনা ও ভোলার চরফ্যাশনসহ দেশের বিভিন্ন স্থান থেকে আমদানি করে আনতে হয়। তরমুজ ব্যবসায়ীরা জানান, এবার তরমুজের দাম খুব একটা কমবে মনে হচ্ছে না।তরমুজ সাধারণত আট দশ হাজার টাকার শ কিনতে হচ্ছে। আর ভালো তরমুজ ১৬ থেকে ১৭ হাজার টাকা শত কিনতে হয়। তাছাড়া আনতে কিছু তরমুজ নষ্ট হয়ে যায়। খরচ বাদে কিছু টাকা লাভে বিক্রি করতে হয়। খরচ বেশি হওয়ায় কম দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।এদিকে গৌরনদীর বাসিন্দা হাফিজুল ইসলাম ও হিমু খান জানান, মৌসুমি ফল বলে দাম বেশী হলেও বাড়ির সদস্যদের খাওয়ার জন্য একটু কিনতেই হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.