ঐতিহ্যবাহী কাছেমাবাদ দরবার শরীফে ৯১তম বার্ষিক ওয়াজ মাহ্ফিল সম্পন্ন

0
(0)


বিএম বেলাল হোসেন।

বরিশালের গৌরনদীর কাছেমাবাদ দরবার শরীফের প্রতিষ্ঠাতা মরহুম পীর ছাহেব মাওলানা আবুল কাছেম (রাঃ) ৪৭তম ফাতেহা ও কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসার ৯১তম বার্ষিক ঐতিহাসিক ঈছালে ছাওয়াব মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে।
কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসা ও জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে ২১ ও ২২ ফেব্রুয়ারী ২দিন ব্যপি
ঈছালে ছাওয়াব মাহফিল কাসেমাবাদ দরবার শরীফের পীর আ.ফ.ম অহিদ এর মৃত্যুতে তার ভাগিনা ঝালকাঠির গালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.মুজিবুল হক কামাল’র সভাপতিত্বে
মাহ্ফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ নছিহত করেন ঢাকা দারুন্নাজাত কামিল মাদরাসার প্রধান মুফতী আলহাজ্ব মাওলানা মুহাম¥দ ওসমান গনি সালেহী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা আবদুল মজিদ ফারুকী, আলহাজ্ব মাওলানা আবু বকর বিন হুসাঈন আজমী, মাওলানা আবু সাদেক মো.আব্দুল হাই, মাওলানা মো. ইলিয়াস হোসাইন, মাওলানা মো. হাসানুজ্জামান, মাওলানা আবদুল হক, মাওলানা মো. হাবিবুর রহমান(যুক্তিবিদ) উপস্থিত ছিলেন আলহাজ¦ মাওলানা আ: মালেক যক্তিবাদী, পীর সাহেবের ছোট ভাই আ.ফ.ম রশিদ দুলাল, সাবেক প্রধান শিক্ষক মাওলানা মো.খলিলুর রহমান, কাছেমাবাদ কামিল মাদরাসার অধ্যক্ষ আবু সাইদ মো. কামেল কাওছার, উপাধ্যক্ষ মাওলানা মো. আসাদুজ-জামান, এবং কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসার সকল শিক্ষক ও মুহাদ্দেস। শেষে সারা জাহানের মুসলিম উম্মার সান্তি ও মঙ্গল কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন, কাছেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক হজরত মাওলানা মো.মনিরুল ইসলাম(রাজাপুরী হুজুর)।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.