গৌরনদীতে ইউনাইটেড এ্যাকশন ফর হিউম্যান রাইটস্ এর শীতবস্ত্র বিতরণ

0
(0)


রিপোর্ট আবদুল্লাহ আল নোমান।
ইউনাইটেড এ্যাকশন ফর হিউম্যান রাইটস্ (ইউ.এ.এইচ.আর) নামের একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার বরিশালের গৌরনদী উপজেলার গরীব অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
সংগঠনটির হংকং প্রবাসী ফাউন্ডার ডোনার দিদার সরদার, ইতালী প্রবাসী কনভেনর ডোনার মোঃ মিজানুর রহমান মুন্সী,  আমেরিকা প্রবাসী ডোনার সৈয়দ বদরে আলম, আমেরিকা প্রবাসী ডোনার ও জনপ্রীয় কন্ঠশিল্পী এম.এ সোয়েব, ইংল্যান্ড প্রবাসী ডোনার মাহাবুর ইসলাম হলুদ, আমেরিকা প্রবাসী ডোনার রত্না বাড়ৈ হাওলাদার , বাংলাদেশী ডোনার ডাঃ সমীর চাকলাদার,বাংলাদেশী ডোনার সাবিনা ইসলাম, বাংলাদেশী ডোনার মুহিদ শরীফ এর অর্থায়নে ওই শীতবস্ত্রগুলো (কম্বল) বিতরণ করা হয়।
এ উপলক্ষে ওইদিন বেলা ১১টায় এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ ও গৌরনদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক ডাঃ সমীর চাকলাদার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আহছান উল্লাহ্, গৌরনদী দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ কাওসার হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, বিশ্বজিত সরকার বিপ্লব, সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, সাবেক সাধারন সম্পাদক এম. আলম, সহসভাপতি এস.এম জুলফিকার, সাবেক সহসভাপতি এইচ.এম নাসির উদ্দিন, সহ সম্পাদক উত্তম দাস, সাবেক কোষাধ্যক্ষ আমিন মোল্লা, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি বি.এম বেলাল হোসেন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, সাধারন সম্পাদক আবু সাঈদ খন্দকার, গৌরনদী উপজেলা রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ লুৎফর রহমান দিপ, সহ-সাধারন সম্পাদক ফারহান হোসেন নান্নু, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, আনন্দ টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান কাজী আল আমীন, বাংলা টেলিভিশনের বরিশাল প্রতিনিধি নাজমূল রিপন, এশিয়ান টেলিভিশনের গৌরনদী প্রতিনিধি জি.এম জসিম হাসান প্রমুখ।
শেষে, অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দগন উপজেলার একশত গরীব অসহায় শীতার্ত জন্য ইউনাইটেড এ্যাকশন ফর হিউম্যান রাইটস্ এর দেয়া শীতবস্ত্র (কম্বল) অসহায় শীতার্ত পরিবারগুলোর সদস্যদের মধ্যে বিতরণ করে দেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.