গৌরনদীতে সেলফির আড়ালে মাদক ব্যবসা গ্রেফতার দুই

0
(0)


আহছান উল্লাহ।
কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামীলীগ অথবা সহযোগী সংগঠনের গুরত্বপুর্ন কোন নেতার সাথে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়াই যেন তাদের কাজ। এর কারন নিজেদের দলের গুরত্বপূর্ন লোক হিসেবে পরিচয় পাওয়া। কিন্ত আড়ালে ভয়াবহ মাদক সিন্ডিকেট। অথচ স্থানীয় আওয়ামীলীগ বা সহযোগী সংগঠনের কোন তালিকায় তাদের নাম না থাকলেও সেলফি এবং স্থানীয় কতিপয় প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তারা দাবীয়ে বেড়াত গোটা এলাকা।
১৪ আগষ্ট (২০২১ইং) শনিবার গৌরনদী মডেল থানা পুলিশ আন্তজেলা মাদক ব্যবসায়ী ওই চক্রের ০২ সদস্য বিশ্বজিৎ বনিক(৩৪) ও কাওসার খান(৪২)কে মাদকসহ গ্রেফতার করেছে। আটককৃতরা উপজেলার দক্ষিন পালরদী গ্রামের বাসিন্ধা। তাদের কাজ থেকে ১০২ পিচ ইয়াবা এবং ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে। আজ গৌরনদী মডেল থানার চৌকস পুলিশের একটি টিম এস আই অহিদ,এএসআই পিনাকি,এ এসআই আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিন পালরদী এলাকা থেকে গ্রেফতার করে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আফজাল হোসেন জানান,গ্রেফতারকৃত দুইজন আন্তজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মুলাদী থানায় ৪টি, বরিশাল বিমানবন্দর থানার ০২টি,গৌরনদী মডেল থানায় ১টিসহ মোট ৭টি মাদক মামলা রয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.