গৌরনদীতে টিকা দেয়া হবে ২৪টি কেন্দ্র

0
(0)


স্টাফ রিপোর্টার,গৌরনদী।
মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস বিস্তার রোধ ও সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউনের পাশাপাশি জনগনের মধ্যে ভ্যাকসিন প্রদান কার্যক্রম বাস্তবায়নে এলাকার মানুয়ের মধ্যে শতভাগ করোনার টিকার প্রয়োগ নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে ২৪টি টিকা প্রদান কেন্দ্রের মধ্যে ৭২টি বুথ প্রস্তুত করা হয়েছে। আজ শনিবার এক দিনের জন্য এসব কেন্দ্র থেকে পরীক্ষামূলক ও আগামী ১৪ আগষ্ট থেকে ব্যাপক হারে গণটিকা প্রদান করা হবে।
উপজেলা করোনাভাইরাস ভ্যাকসিন প্রদান ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস শুক্রবার উপজেলা সদরের সরকারি মৎস্য উন্নয়ন খামার, কসবা ইসলামিক মিশন, টরকী বন্দর ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যায়ল ও বার্থী তারাঁ মাধ্যমিক বিদ্যায়লয় টিকাকেন্দ্রসহ বেশ কয়েকটি টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় মডেল গৌরনদী থানার আিফসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন, বরিশাল জেলা পরিষদের সদস্য এইচ.এম রাজু আহম্মেদ হারুনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দগন ওই সকল কেন্দ্রে উপস্থিত ছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.