Published On: Tue, Jun 8th, 2021

টিকার বক্স নিজেই গন্তব্যে যায়…!

Share This
Tags

বরিশালের গৌরনদী সদর থেকে প্রায় ৭ কিলোমিটার দুরে যাওয়ার জন্য জনস্বাস্থ্যের গুরত্বপূর্ন এই টিকার বক্সটি ময়লা আবর্জনার কাছে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে নিজেই গন্তব্যে চলে যায়। কেন অবহেলা ? স্থানীয় আবদুল হক জানান এটি প্রায় দেখা যায়। ফ্রিজিং করে রাখার কথা থাকলেও ময়লা আবর্জনার ভাগারের কাছে এ ভাবেই পরে থাকে। সকালে কেউ রেখে যায় চলতি পথে কোন অটোচালক অটোতে উঠিয়ে নিয়ে যায় আবার সন্ধার আগে অটোয়ালা এখানে রেখে গেলে একজন এসে নিয়ে যায় এই টিকার বক্স। বিষয়টি জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে। ছবিটি গত রবিবার সন্ধায় গৌরনদী বন্দর লঞ্চঘাট মোর থেকে তোলা।
ছবি মো.আহছান উল্লাহ

About the Author

-

%d bloggers like this: