আগৈলঝাড়ায় মন্ত্রী সুনীল গুপ্তের স্মরণ সভা ও খাদ্য বিতরণ

0
(0)


স্টাফ রিপোর্টার,গৌরনদী।
জাতীয় পার্টি সাবেক প্রসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবীদ স্বর্গীয় সুনীল কুমার গুপ্তের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় স্মরণ সভা ও দুই শতাধিক অসহায়, দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে । সঞ্জয় কুমার গুপ্ত বলেন আমার বাবা এ অঞ্চলের সাধারন মানুষের সাথে যে ভাবে মিলেমিশে সাধারন মানুষ তথা দেশের উন্নয়নে কাজ করেছেন তেমনি আমি তার সন্তান হিসেবে আমরা জনগনের সেবা করে আসছি বর্তমানেও করছি ভবিষ্যতেও করব।

এ সময় উপস্থিত ছিলেন সুনিল কুমার গুপ্ত স্মৃতি সংসদের সাধারন সম্পাদক,বরিশাল জেলা উত্তর বিএনপির যুগ্ম-সম্পাদক,আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক,গৈলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন লাল্টু,সাবেক মন্ত্রী সুনিল কুমার গুপ্তের ছোট ছেলে,ঢাকা মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক,বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রীস্টান,ছাত্র ও যুব ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও অবিভক্ত ঢাকা মহা নগরের হিন্দু,বৌদ্ধ, খ্রীস্টান,ছাত্র ও যুব ফ্রন্টের আহবায়ক সঞ্জয় কুমার গুপ্ত।বিএনপি নেতা আশ্রাফুল আলম বিপ্লব,হোসাইন মোল্লা,হিন্দু,বৌদ্ধ, খ্রীস্টান,ছাত্র ও যুব ফ্রন্টের বরিশাল জেলা কমিটির সদস্য সচিব উজ্জল রাহা,বরিশাল জেলা উত্তর যুবদলের সদস্য সচিব মাসুদ হোসেন, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার,উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল,যুগ্ম আহবায়ক মোয়াজ্জম হাওলাদার,নাঈম প্রমূখ । এ সময় দুই শতাধিক অসহায়, দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয় ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.