Published On: Thu, Jan 21st, 2021

ভেষজ উদ্ভিদ পাণ্ডামুখী আদা

Share This
Tags

স্টাফ রিপোর্টার,গৌরনদী। পাণ্ডামুখী আদা (ইংরেজি: Panda Face Ginger), (বৈজ্ঞানিক নাম:Asarum maximum) হচ্ছে অ্যারিস্টোলোচিয়াসি পরিবারের একটি প্রজাতি। এটি চীনের স্থানীয় আঞ্চলিক উদ্ভিদ। এটির ফুলের ভক্ষণযোগ্য ছত্রাক তথা মাশরুমের মতো বিশিষ্ট গন্ধ আছে। এই আদার ফুলের সঙ্গে পাণ্ডার মুখাবয়বের সাদৃশ্য থাকায় এই আদা প্রজাতিটি পাণ্ডামুখী আদা নামে পরিচিত। কালো রঙ্গের ফুলের প্রতি সবার এক ধরনের বিশেষ আগ্রহ থেকেই এই ফুল চীনে বেশ জনপ্রিয়। ছায়া জায়গায় এই উদ্ভিদ ভালো হয়, ফলে ঘরের অভ্যন্তরেও এই উদ্ভিদ রাখা যায়।(সৌজন্যে,গৌরনদী আইয়ুর্বেদিক সেন্টার)

About the Author

-

%d bloggers like this: