শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন গৌরনদীর পৌর মেয়র হারিছুর রহমান

0
(0)

আহছান উল্লাহ,গৌরনদী ।
নতুন বছরের প্রথম দিনে বুধবার বরিশালের গৌরনদী উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমুহের শ্রেনী উত্তীর্ন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান।
এ উপলক্ষে বুধবার সকাল ১০টা থেকে দুপুর বেলা ১টা পর্যন্ত তিনি উপজেলা সদরের গৌরনদী গার্লস স্কুল এ্যান্ড কলেজ, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয়, টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, গৌরনদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক, মাধ্যামিক বিদ্যালয় ও মাদ্রাসা সমুহের বই বিতরণ উৎসব ২০২০ এর উদ্বোধন করেন।
পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত ওই বই বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গৌরনদী গালস স্কুল এ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, টরকী বন্দর ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বরিশাল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এইচ,এম রাজু আহাম্মেদ হারুন।
পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত ওই বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ফরহাদ মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফয়সল জামিল।
বক্তব্য রাখেন, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অলি-উল্লাহ ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.