আগৈলঝাড়ায় মহা অস্টমীতে মন্দিরে মানুষের ঢল

0
(0)

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা ঃ

১শ ৫৪টি মন্দিরে মহা অস্টমীর পুজার্চণা, দেবী ভক্ত ও পূণ্যার্থীদের পুস্পাঞ্জলী নিবেদনের মধ্য দিয়ে শারদীয়া দূর্গোৎসবে পুলিশী কড়া নিরাপত্তায় দেশের সবচেয়ে বেশী পুজা অনুষ্ঠিত হচ্ছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে। বৈরী আবহাওয়া উপেক্ষ করে মহা অস্টমীর পুজা শেষে সন্ধ্যা নামতেই মন্দিরগুলোতে নামে ভক্ত আর দর্শনার্থীদের ঢল। মন্দিরে মন্দিরে ঢাকের তালে চলে আরতী, নৃত্য আর সংগীতের প্রতিযোগীতা। বাহারী আলোক সজ্জায় সজ্জিত মন্দিরগুলো পেয়েছিল অপরুপ মোহনীয় সৌন্দর্য। মন্দির ও আশপাশের এলাকার পথে ছিলে সু-দৃশ্য লাইটিং। রবিবার সন্ধ্যার পরে আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পুজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দরা জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী পদমর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীণ কমিটির আহ্বায়ক ও বরিশাল-১ আসনের সংসদ সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাাহ’র পে বাগধা, গৈলা ও রতœপুর ইউনিয়নের বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন।

এসময় নেতৃবৃন্দ মন্দিরের পুজারী ও আগত ভক্তবৃন্দ দর্শনার্থীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। রাতে উপজেলার বাগধা ইউনিয়নের এ্যাডভোকেট দেবদাস সমদ্দারের বাড়ি দূর্গা মন্দির, জোবারপাড় সার্বজনীন দূর্গা মন্দির, দক্ষিন চাদত্রিশিরা দূর্গা মন্দির, নাঘিরপাড় সার্বজনীন দূর্গা মন্দির, আস্কর পুরান ও নতুন কালীবাড়ী সার্বজনীন দূর্গা মন্দির, বারপাইকা সার্বজনীন দূর্গা মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। পুজা মন্দিরে শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন,যুগ্ম সম্পাদক আবুল বাশার হাওলাদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, আইন বিষয়ক সম্পাদক এ্যডভোকেট আবুল কাশেম সরদার, এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ তথ্য ও গবেষনা সম্পাদক তপন বসু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী আওলাদ হোসেন, প্রচার সম্পাদক বজলুল হক মন্টু, সহ-প্রচার সম্পাদক কেএম আজাদ রহমান, উপজেলা যুবলীগ সভাপতি মো. সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, মানিক সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন আওয়ী লীগ সভাপতি এআর ফারুক বখতিয়ার,সাধারন সম্পাদক ইউনুস আলী মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইক, যুগ্ম সম্পাদক শাহজাদা হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ স্থানীয় এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে মন্ডপগুলোতে শারদীয় শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন। এসময় এমপি আবুল হাসানাত আবদুল্লাহ’র আশু রোগ মুক্তি কামনায় তাঁর জন্য প্রার্থনা করার আহ্বান জানান। মন্দির পরিদর্শন ও শারদীয়া শুভেচ্ছা বিনিময়কালে ইউনিয়ন আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.