0
(0)

 


//শিকদার রেজাউল করিম//
খুদার্ত খয়রাতি, মার লাথি
নিজের কপাল সিদে ,
কিসের খুশি, ধর্ম দুষি
পেট জ¦ালিছে খিদে।
ইদ কাদাতে খুশিতে ফাঁদাতে
ঝরায় দুুঃখের নিড়
করিনি ধর্ম, ইদের মর্ম
তোর নয় মুসাফির।
তুই অনশন, ভাত বিহনে
নিত্য রোজা রাখো
কিসের খুশি ভাগ্য দুষি
ইদ ছাড়াই থাকে।
কোন আকাশে
কুটিল হাসে
তোর খুশির চাঁদ
দশের চক্রে
আছে বক্রে
তোকে ধরার ফাঁদ।
তোর শিশুটি কান্না কাটি
জামার জন্য করে
আহা বেটা যাবে লেটা
যাইতি যদি মরে।
খোদার স্বভাব নাইতো অভাব
খাদ্য তোকে দিতে
করল দৃষ্টি কেন সৃষ্টি
তাহার নিজের হিতে।
# নারে সরি, তওবা করি
ক্ষমা কর রহমান,
আজ পরিতাপি নাদান পাপি
নিয়েছি তোমার দান।
যুলুমে জানোয়ার শোষে আনোয়ার
খোদারতো দোষ নাই,
লরিছে আহবে মানবে দানবে
লুটিয়ে খাবে তাই।
দুর্বলের বল শোষিতে সবল
পাতিছে শোষণ কল.
ভুইকোরের কোড়া দুনিয়া জোড়া
সাম্যের কথা বল।
বালিতে বিধাতা শান্তির কথা
দু’লাখ পাঠালো নবি।
সাম্য যুক্ত শোষণ মুক্ত
সকল ধর্মের ছবি।
মসজিদে নববী সাম্যের রবি
নবী ঘোষণা করে
গরিবের দ্বায় বায়তুলমাল পায়
বন্টণ গরিবের তরে।
খলীফা ওমর এলানের জোর
ভিনের এক গরিব পাবে,
বিত্তের পাহাড় হলেনতো আর
সকলে সমান খাবে।
গরীবে নাপাবে, ধনীরা খাবে
এটাতো ইসলাম নয়,
সমতা আছে, খোদার কাছে
হবেই সত্যের জয়।
খোদা নহেতো কারো সঞ্চিত
সবাকে সমান দেখে,
যুলুমে জানোয়ার শোষে আনোয়ার
প্রতিকার খোদা থেকে।
ভেদাভেদ হীন কোরানের দ্বীন
মানলে মুসলিম হবে,
নহেতো যহিম, মামদো মুসলিম
রছমি রহিবে যবে।
ইদের মিলন সার্বজনীন
এসো সকলে বলি
শান্তির পথ সারাটা জীবন
অপরাধ এড়িয়ে চলি।
মনে হতাশা মুখের ভাষা
হারিয়ে যাই ভয়ে
সত্য বলিলে সুপথে চলিলে
জীবন যাবে লয়ে।
মেহেদি নয়ে ওমরের উদয়ে
আবার যদি হত
ঋণ সালিসি যেতো আসি
শেরই বাংলার মত।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.