পিরোজপুরে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লালকার্র্ড প্রদর্শন

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরে ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা লালকার্ড, সবুজ কার্ড প্রদর্শন করেছেন। শিক্ষার্থীদের অংশগ্রহণে মাদক, জঙ্গীবাদ, যৌন হয়রানী, ইভটিজিং এবং বাল্য বিবাহ নিরোধ এর লক্ষ্যে শপথ করানো ও লালকার্ড প্রদর্শন এবং দেশপ্রেম জাগ্রত করার লক্ষে সবুজকার্ড প্রদর্শন করা হয়। অংশ নেয়া বিদ্যালয়গুলো হচ্ছে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়, করিমুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, কিয়াম উদ্দীন উচ্চ বিদ্যালয় ও পিরোজপুর আদর্শ উচ্চ বিদ্যালয়। পিরোজপুরে বুধবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্চাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ এর উদ্যোগে ৬টি বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন। এখানে ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাজের নানা সম্যাসা নিয়ে জেলা প্রশাসকের কাছে প্রশ্ন করেন। জেলা প্রশাসক সমস্যা সমাধানের পরামর্শ ও শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন। স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা গৌতম চৌধুরী, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি, সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইদ্রিস আলী, টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। নৈতিক শিক্ষা, সত্যবাদিতা, গুরুজনদের সম্মান, দেশপ্রেম ও মানবতাকে সবুজ কার্ড দেখানো হয় এবং মাদক, জঙ্গীবাদ, যৌন হয়রানী, ইভটিজিং এবং বাল্য বিবাহ কে লাল কার্ড দেখানো হয়। উপস্থিত শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে এই লাল সবুজের পতাকার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করতে যে যার অবস্থান থেকে প্রচেষ্টা চালিয়ে যাবার শপথ গ্রহণ করে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.