নড়াইল-২ উন্নয়নের পথে তরুণ সমাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে-মাশরাফী বিন মোর্ত্তজা

0
(0)

সবুজ বাংলা অনলাইন ডেস্ক//
নড়াইল-২ আসন থেকে সদ্যনির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য, জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, উন্নয়নের পথে তরুণ সমাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।
নড়াইলের উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, রাস্তাঘাট তৈরির পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়-হাসপাতাল-আন্তর্জাতিক স্টেডিয়াম নির্মাণের দাবি তুলে ধরবেন বলেও জানান মাশরাফী।
নির্বাচনে জয়লাভের পর আজ দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান মাশরাফী।
মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে দূরে সরাতে খেলাধুলায় মনোনিবেশসহ সকল ধরনের সহযোগিতার কথা জানিয়ে মাশরাফী বলেছেন, ‘কৃষি নির্ভর নড়াইলকে সামনে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। কৃষির উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট, বিভিন্ন গ্রামীণ সড়কের উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।’
‘নড়াইলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে পদক্ষেপ নিবো। এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন এবং আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো।’
‘মানুষের অনেককিছু চাওয়া-পাওয়ার আছে। ব্যক্তিগত চাহিদার চেয়ে সমষ্টিগত মানুষের চাহিদাকে গুরুত্ব দেয়া হবে। জনগণের জন্য আসা সরকারি অনুদান যথাযথভাবে বাস্তবায়ন করা হবে।’
মাশরাফী আরও বলেন, ‘জনগণের রায়ের প্রতি যথাযথ সম্মান দেখাবো। অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই। মানুষের মধ্যে ভালো-মন্দ দু’টিই থাকে। একটি মানুষের মধ্যে যে ভালোটি আছে সেটি ফুটিয়ে তুলতে হবে।’
গ্রুপিংয়ে বিশ্বাস করেন না বলেও জানান মাশরাফী, ‘খেলার মাঠে যেমন পরিচ্ছন্নভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে বিজয় ছিনিয়ে আনার চেষ্টা করি, রাজনীতিতেও দলমত নির্বিশেষে সবার প্রতি শ্রদ্ধা থাকবে। রাজনীতিতে আমি কোনো গ্রুপিংয়েও বিশ্বাস করি না।’
২০১৯ সালের বিশ্বকাপের আগ পর্যন্ত ক্রিকেটের সঙ্গে কোনো আপোষ নয় জানিয়ে মাশরাফীর সোজাসাপ্টা কথা, ‘সামনের ওয়ার্ল্ড কাপ পর্যন্ত খেলবো, খেলার ব্যাপারে কোনো ছাড় নয়।’

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.