ভারতের মন্ত্রিসভায় রদবদল, প্রতিরক্ষা নির্মলার হাতে

0
(0)

এস এম রহামান হান্নান স্টাফ রিপোর্টার

কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে সবথেকে বড় চমক। অরুণ জেটলির প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব পেলেন নির্মলা সীতারমণ। ইন্দিরা গান্ধীর পর দ্বিতীয় কোনও মহিলা হিসাবে নির্মলা এই গুরুত্বপূর্ণ মন্ত্রকে এলেন। পাশাপাশি সুরেশ প্রভুর রেলমন্ত্রকের নতুন দায়িত্ব পেয়েছেন পীযূষ গোয়েল। আবারো চমক দেখালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্ত্রিসভায় রদবদল করে দেশের অতি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন নির্মলা সীতারামনকে। গত রোববার সকালে নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় মুখতার আব্বাস নাকভি, ধর্মেন্দ্র প্রধান, পীযূষ গয়ালের পাশাপাশি নির্মলা সীতারামনও পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার মন্ত্রিসভায় তৃতীয় রদবদল। বিশেষজ্ঞের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ২০১৯ সালের কেন্দ্রীয় নির্বাচনকে ঘিরেই ক্ষমতাসীন মোদি সরকারের মন্ত্রিসভায় এই রদবদল করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে নির্মলা প্রধানমন্ত্রী মোদি ও বিজেপি প্রধান অমিত শাহের মন জয় করেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.