সাংবাদিক শিমুল হত্যা সাত আসামি কারাগারে

0
(0)
স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের শাহজাদপুর সমকাল প্রতিনিধি সাংবাদিক আবদুল হাকিম শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক ৭ আসামি আদালতে আত্মসমর্পণ করেছে। গতকল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে আসামিরা উপজেলার শাহজাদপুর আমলি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
আসামিরা হলেন শাহজাদপুর উপজেলার চুনিয়াহাটির মৃত দুলালের ছেলে আবু হানিফ (৪৫), দরগাহপাড়ার মৃত আজাদ প্রমাণিকের ছেলে শাহান আলী (৪৫), পুকুরপাড়ের হাজি ইসমাইল হোসেনের ছেলে হুমায়ন আহম্মেদ (৪৭) ও রামবাড়ির মৃত আবুবক্কার সিদ্দিকের ছেলে মাহবুবুল আলম আকন্দ ওরফে সোহেল (৩৬), নলুয়া গ্রামের হাজি মোকছেদ আলীর ছেলে আবদুর রাজ্জাক (৪০), খাগদিয়ার গ্রামের মৃত খবির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৪৫), আন্দার কোঠাপাড়ার আবদুুল জব্বারের ছেলে আজিজুল হক আপন (৫৫)।
গত ২ ফেব্রুয়ারি শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বিজয় মাহমুদকে মারধর করার জের ধরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম গুলিবিদ্ধ হন। পর দিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী নুরুননাহার খাতুন বাদী হয়ে পৌরমেয়র হালিমুল হকসহ ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০-২৫ জন আসামি করে শাহজাদপুর থানায় মামলা করেন। পরে তদন্ত শেষে মোট ৩৬ জনের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দাখিল করে।
অপরদিকে, ছাত্রলীগ নেতা বিজয়কে মারপিটের অভিযোগে তার চাচা এরশাদ আলী বাদী হয়ে প্রায় একই আসামিদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন। সে মামলায়ও মেয়রসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.