বিরল রোগে আক্রান্ত শিশু শাকিবাকে বাঁচাতে এগিয়ে আসুন

0
(0)

স্টাফ রিপোর্টার

 

ছোট শিশু শাকিবা বিরল রোগে আক্রান্ত। হাজারো কষ্ট শাকিবার। শিশু শাকিবাকে বাঁচাতে এগিয়ে আসুন। টাকা চাই না, চাই সরকারী ভাবে চিকিৎসা হোক ফূটফুটে ছোট শিশু শাকিবা। বয়স ২ বছর। বুঝতেই শেখে নাই পৃথিবী টা কি। বিরল রোগে আক্রান্ত হয়ে চলেছে তার জীবন। বাবা – মায়ের একমাত্র মেয়ে শাকিবা।
২০১৫ সালে জন্মগ্রহণ করে শাকিবা। জন্মের সময় ডান হাতে আবছা আবরন দেখা যায়। সেই থেকে শুরু হয়ে বেরে চলা। বাবা মা মিলে ঢাকায় নিয়ে চিকিৎসা কড়ালেও ৬ মাস পর্যন্ত ছিল টাকা না থাকায় ফিরে আসে বাড়িতে। এখন আস্তে আস্তে শাকিবার হাত দেখলে অনেকেই ভয় পায়।
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের আক্কেলপুর গ্রামের আব্দুল সাওারের মেয়ে শাকিবা।
বাবা কৃষিকাজ করে শাকিবার চিকিৎসা করা এখন যেন অসাধ্য। আব্দুল সাওার জানান আমার একটি মেয়ে এই অবস্থা থেকে কি ভাল লাগে সবাই এগিয়ে আসলে আমার মেয়ের চিকিৎসা হবে।
শাকিবার মা ছাবিনা বেগম কান্নাজড়িতে কন্ঠে বলেন আমি তো আমার মেয়ের কষ্ট আমি বুঝি। আমাদের চিকিৎসা করার মত অবস্থা নেই দেশেবিদেশের সবাই যদি এগিয়ে আসে তাইলে আমার মেয়ের চিকিৎসা হবে।
সাংবাদিক মামুন বিশ্বাস  বলেন, চাঁপাইনবাবগঞ্জের এক ভাইয়ের কাছ থেকে তথ্য ও ছবি পেয়েছি। আমার বিশ্বাস শাকিবার দায়িত্বও সরকার নেবে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.