ছারছীনা ও চরমোনাই পীরদ্বয়ের একান্ত স্বাক্ষাতে হযরত নেছারাবাদী হুজুর

0
(0)

মোঃ আহছান উল্লাহ

ঐক্যের যুগন্তকারী দর্শণ “আল ইত্তেহাদ মা’য়াল ইখতেলাফ” তথা মতানৈক্যসহ ঐক্য নীতির রুপকার হযরত কায়েদ ছাহেব হুজুর রহ. একমাত্র ছাহেবজাদা আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর গত (২৮ জুন, বুধবার) দেশের খ্যাতনামা পীর আমীরে হিযবুল্লাহ হযরত মাওলানা শাহ্ মুহম্মদ মুহিবুল্লাহ পীর ছাহেব ছারছীনা ও আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা সৈয়দ মুহম্মদ রেজাউল করীম পীর ছাহেব চরমোনাই এর সাথে একান্ত স্বাক্ষাতে মিলিত হন। প্রথমে বিকাল ৩টায় হযরত নেছারাবাদী হুজুর ছারছীনা দরবারে উপস্থিত হন এবং পীর ছাহেব হুজুরের সাথে একান্তবৈঠকে মিলিত হন তখন পীর ছাহেব হুজুরের বড় ছাহেব জাদা হযরত মাওঃ শাহ নেছার উদ্দীন আহমেদ হুসাইন উপস্থিত ছিলেন উভয়ে কুশলবিনিময় ও একান্ত স্বাক্ষাতের পর ওলীকুল শিরোমনী শাহ নেছার উদিন আহমেদ রহ. ও শাহ আবু জাফর সালেহ্ রহ. এর মাযার যিয়ারত শেষে চরমোনাই রওয়ানা হন। ৬টায় চরমোনাইতে পৌছলে পীর ছাহেব চরমোনাই তাকে দরবার গুরিয়ে দেখান। বাদ মাগরীব পীর ছাহেব চরমোনাই বিশেষ বৈঠকের আয়োজন করেন এতে উপস্থিত ছিলেন না‌য়ে‌বে আ‌মিরুল মুজা‌হিদীন মুফ‌তি সৈয়দ মুহাম্মাদ ফ‌য়জুল ক‌রিম, প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ সৈয়দ মুসা‌দ্দিক বিল্লাহ আল মাদানী, মুছলিহীনে সেক্রেটারী জেনারেল মাওঃ মাছুম বিল্লাহ আযীযাবাদী, নেছারাবাদী হুজুরের ছাহেবজাদা আযীযুর রহমান ত্বকী, বড় জামাতা ডা. মুহম্মদ হাফিজুর রহমান। প্রায় ২ ঘন্টার বৈঠকে সকলের কুশলবিনিময় এবং মরহুম পীর ছাহেব চরমোনাই ও মরহুম কায়েদ ছাহেব হুজুরের মধ্যে কেমন সম্পর্ক ছিল তার স্মৃতিচারন করা হয়। বতর্মান প্রেক্ষাপটে দল-মত, তরীকা-ছেলছেলা, আলীয়া-কওমিয়ার ভেদাভেদ ভূলে কাজ করাযে কতগুরুত্বপূর্ণ তা উভয়ের আলোচনায় ফুটে উটে। মরহুম সৈয়দ এছহাক রহ. ও মরহুম সৈয়দ ফজলুল করীম রহ. এর মাযার যিয়ারতের মধ্য দিয়ে সফর শেষে হুজুর নেছারাবাদে রওয়ানা হন। উভয় দরবারের আন্তরিকতাপূর্ণ আচারনে মুছলিহীনের সেক্রেটারী জেনারেল ধন্যবাদ জানান

 

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.