Published On: Sat, Aug 19th, 2017

কমলগঞ্জে স্কুলছাত্রী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে শিক্ষার্থীকদের মানবন্ধন

Share This
Tags

 

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা// মৌলভীবাজারের কমলগঞ্জের ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রাবিনা বেগমকে হত্যার দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার সকাল ১১টায় বিদ্যালয়ের সম্মুখে সহ¯্রাধিক ছাত্র-ছাত্রী মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময়ে শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান সুলেমান মিয়া, অভিভাবক ও গ্রামবাসী এসে মানববন্ধন কর্মসূচীতে যোগ দেন। মানববন্ধন চলাকালে ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশেদ আলী আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বলেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য সবাইকে সচেতন হতে হবে। উল্লেখ্য, প্রেমের ফাঁদে ফেলে প্রতারক প্রেমিক ঘাতক দেলোয়ার হোসেন গত ১২ জুলাই বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যার পর ধলাই নদীতে রুবিনার লাশ ফেলে দেয়। ছাত্রীর বাবার দায়ের করা হত্যা মামলার গ্রেফতার হওয়া আসামী দেলোয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিদ্যালয়ের সামনের সড়কে সহ¯্রাধিক শিক্ষার্থী মানববন্ধন কর্মসূচী

About the Author

-

%d bloggers like this: