Published On: Mon, Aug 14th, 2017

কমলগঞ্জে জন্মাষ্টমী উৎসব পালিত

Share This
Tags

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৩ তম জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ভানুগাছ বাজারস্থ দূর্গাবাড়ি থেকে গতকাল(১৪ আগস্ট) সোমবার সকাল সাড়ে ৯টায় বিভিন্ন ফেস্টুন ও নানা সাজে সজ্জিত শিশুদের নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মধু সূদন পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল কুমার দাশের পরিচালনায় শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ে মি. জিডিশন প্রধান সুচিয়াং, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি শংকর লাল সাহা, মহিলা গীতা সংঘের সভানেত্রী অধ্যাপিকা মঞ্জুশ্রী রায়, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: সানোয়ার হোসেন প্রমুখ।

বর্ণাঢ্য শোভাযাত্রায় কমলগঞ্জ পূজা উদযাপন পরিষদ ছাড়াও জাতীয় হিন্দু মহাজোট, লোকনাথ সেবা সংঘ, সৎসংঘ, মহিলা গীতা সংঘ, সনাতনী যুব সংঘ, সৎ সংঘ, পশ্চিম কুমড়াকাপন, নারাইনপুর, লংগুরপার, মইদাইল, গোপালনগর, তিলকপুর, আলীনগর, ফুলবাড়িসহ বিভিন্ন এলাকার হাজারো কৃষ্ণভক্ত নর-নারীরা অংশ নেন। সবশেষে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

About the Author

-

%d bloggers like this: