লাউয়াছড়ায় জন্মাষ্ঠমী উপলক্ষ্যে বন্যপ্রাণী অবমুক্ত

0
(0)

কমলগঞ্জ প্রতিনিধি
মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া বনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে লাউয়াছড়ায় এ বন্যপ্রাণী আবমুক্ত করা হয়েছে।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যপ্রাণী অবমুক্ত করেন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর এর অতিরিক্ত পরিচালক মেজর এস এম শাহীনুল ইসলাম। উপাস্থত ছিলেন বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব, ডা: হরিদপদ রায়, স্বপন রায়, সুশীল শীল, জহর তরফদার, জগদীশ দেবসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অবমুক্ত করা প্রাণীগুলো হচ্ছে- একটি মেছো বাঘ, একটি অজগর সাপ, একটি গন্ধগকুল, একটি সোনালী হনুমানসহ আরও বেশ কিছু প্রাণী।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, বিভিন্ন সময় এ প্রাণীগুলো মানুষের হাতে আটকা পড়ে। আহতবস্থায় উদ্বার করে তাঁর বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে সেবাযতেœর পর শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে তা অবমুক্ত করা হয়।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.