ফুটবলার শিবলী নোমানী আর নেই

0
(0)

এস এম রহমান হান্নান,স্টাফ রিপোর্টার
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি, সোনালী স্পোর্টিং ক্লাবের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ৬০ এর দশকের মাঠ কাঁপানো ফুটবলার, শিবলী নোমানী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার দুপুর ১টা ৪০ মিনিটে কুমিল্লা ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। গতকাল বাদ এশা মোগলটুলি শাহসুজা মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়াবিদ ও সংগঠকসহ দলমত নির্বিশেষে বিভিন্ন পেশার নেতারাসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। পরে কুমিল্লা নগরীর বিষ্ণুপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
শিবলী নোমানী ষাট ও সত্তরের দশকে ঢাকার বিভিন্ন ক্লাবে ও কুমিল্লা জেলা দলের হয়ে খেলেছেন। অনেক দিন যাবত অসুস্থ হলেও কুমিল্লা স্টেডিয়াম মাঠে তার উপস্থিতি ছিল নিয়মিত। ছোট বড় সকল অনুষ্ঠানে উপস্থিত থাকতেন তিনি। কুমিল্লার ক্রীড়াঙ্গনের সুপরিচিত প্রবীণ খেলোয়াড় শিবলী নোমানী জিলা স্কুলে অধ্যয়নকালে ফুটবল খেলার সাথে সম্পৃক্ত হয়। পরবর্তী সময়ে তিনি পাক ইউনাইটেড দলের খেলোয়াড় ছিলেন। ঢাকায় তিনি ফায়ার সার্ভিস দলের খেলোয়াড় হিসেবে জাতীয় পর্যায়ের ফুটবল খেলায় অংশগ্রহণ করেন এবং কৃতিত্বপূর্ণ অবদান রাখেন। শিবলী নোমানী ৩ ভাই ও ৩ বোনের মধ্যে সবার বড় ছিলেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.