ঘৃণা ছড়ানো বন্ধে জার্মানিতে ফেসবুকের তৎপরতা

0
(0)

শান্ত পথিক

অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে জার্মানিতে কর্মী নিয়োগ করছে ফেসবুক৷ আইনে নিষিদ্ধ এমন সব কথা শেয়ার করলে সেসবও মুছে ফেলা হবে৷ এসেন শহরে একটি অফিস খোলার ঘোষণা দিয়েছে এই সোশ্যাল মিডিয়া জায়ান্ট৷ বিশ্বের সবচেয়ে বড় অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যম জানিয়েছে জার্মানির এসেন শহরে স্থাপন করা এই দ্বিতীয় কেন্দ্রটি শুধুমাত্র এই বিষয়টি নিয়েই কাজ করবে৷ কেন্দ্রটিতে পাঁচ শতাধিক কর্মী নিয়োগ দেয়ার কথা ভাবছে প্রতিষ্ঠানটি৷ আগামী কয়েক মাসের মধ্যেই এই কেন্দ্রের কাজ শুরু হবে৷ বার্লিনে একই ধরনের একটি কেন্দ্র আছে ফেসবুকের৷ সেখানেও কর্মীসংখ্যা পর্যায়ক্রমে সাতশতে নিয়ে যাওয়ার পরিকল্পনা জানিয়েছে ফেসবুক৷ এসেনের নতুন কর্মযজ্ঞ পরিচালনা করবে কমপিটেন্স কল সেন্টার নামের একটি বেসরকারি সার্ভিস প্রোভাইডার, বার্লিনের কেন্দ্রটি পরিচালনায় আছে বার্টেলসমান গ্রুপের সার্ভিস ফার্ম আর্ভাটো৷ অনলাইনে কেউ ঘৃণাসূচক কথা পোস্ট করলে তা ২৪ ঘণ্টার মধ্যে মুছে ফেলতে হবে, জার্মানিতে নতুন এই আইন মেনে নিজেদের কর্মকাণ্ডেও পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ফেসবুক৷ ফেসবুক অবশ্য স্বীকার করছে, বিভিন্ন পোস্টে ছড়িয়ে যাওয়া এ ধরনের বক্তব্য সরানোর মতো জনবল এই মুহূর্তে প্রতিষ্ঠানটির নেই৷ তবে খুব দ্রুতই এ কাজে হাত দেয়ার কথাও বলছে তারা৷ কনটেন্ট পরীক্ষা করার জন্য এই মুহূর্তে বিশ্বজুড়ে কাজ করছেন ফেসবুকের সাড়ে চার হাজার কর্মী৷ তবে এ মাসের মধ্যেই এই সংখ্যা সাড়ে সাত হাজারে নিয়ে যাওয়ার কথা ভাবছে প্রতিষ্ঠানটি৷ এখন প্রতি মাসে আপত্তিকর প্রায় ৩ লাখের মতো পোস্ট মুছে ফেলে ফেসবুক৷ ঘৃণাবাচক শব্দ স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে, এমন পদ্ধতি আবিষ্কারে কাজ করে যাচ্ছে ফেসবুক৷ কিন্তু এক্ষেত্রে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা বা যন্ত্রের ওপর নির্ভর করার বিষয় এখনও অনেক দূরের পথ, স্বীকার করছে ফেসবুকও৷

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.