ইতি রানী দাস গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত

0
(0)

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইতি রানী দাস এবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হয়েছেন। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচনে গঠিত পাঁচ সদস্যের সিলেকশন কমিটি তাদের চুড়ান্ত মনোনয়নের ভিত্তিতে বুধবার দুপুরে ইতিরানী দাসকে ২০১৭ সালের জন্য গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত করেন।
গৌরনদী উপজেলা পরিষদের উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শরীফ আহমেদ এর নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের ওই সিলেকশন কমিটির সদস্য ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফয়সল জামিল, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বিপ¬ব চন্দ্র বড়াল, গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা খানম, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ডলি হালদার। তাদের দেয়া চুড়ান্ত মনোনয়নের ভিত্তিতে ইতিরানী দাসকে ২০১৭ সালের জন্য গৌরনদী উপজেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত করা হয়। উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হওয়ার খবর জানতে পেরে ইতিরানী দাস মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সেই সাথে তিনি সিলেকশন কমিটির সকল সদস্য ও উপজেলার সকল সহকর্মীদের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।
ইতিরানী দাস শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সমকাল এর গৌরনদী প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির, পালরদী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক কার্ত্তিক চন্দ্র রায়, রাজারাম সাহা, গৌরনদী আল আমিন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের কম্পিউটার শিক্ষক এ.কে.এম রফিকুল ইসলাম প্রমুখ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.