এক শিক্ষকের বদলির আদেশ গৌরনদীতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

0
(0)

 

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের এক শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা গতকাল বুধবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে।
এ সময় মহাসড়কের দু’পাশে ফায়ার সার্ভিসের গাড়ি, এ্যাম্মুলেন্সসহ অসংখ্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে বিক্ষুব্দ শিক্ষার্থীরা তাদের অবরোধ প্রত্যাহার করে।
জানাগেছে, ওই বিশ্ববিদ্যালয় কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হীরাজ গাজীকে গত ৪ দিন পূর্বে প্রশাসন অন্যত্র বদলি করে। তার স্থলে বুধবার সকালে মমতাজ বেগম নামে এক শিক্ষক যোগদান করেন। ক্যাম্পাসে এ খবর ছড়িয়ে পড়লে কলেজের সাধারন শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। তারা শিক্ষক হীরাজ গাজীর বদলির আদেশ প্রত্যাহার ও মমতাজ বেগমের অপসারনের দাবিতে গতকাল বেলা সোয়া ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজ গেটে এসে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখে মহাসড়কের ওপর গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। খবর পেয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম ও ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে। স্থানীয় প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষের সাথে আলোচনা করে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে বিক্ষোভ শুরুর ১ঘন্টা পরে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.