Published On: Sat, Dec 9th, 2017

গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সংবর্ধনা

Share This
Tags

জয় রায়, আগৈলঝাড়া প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক সরকারী ভাবে দশ দিনের থাইল্যান্ডে শিক্ষা সফর শেষে গতকাল শনিবার বিদ্যালয়ে আসলে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করেন। ম্যানেজিং কমিটির সভাপতি গিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য ছরোয়ার দাড়িয়া, ইস্তেয়াকুর রহমান শাহিন, সেলিম সরদার, শিক্ষক সরোয়ার হোসেন, নির্মল ভদ্র, কাইউম লস্কর, মাহমুদ আলম মিঠু, জামাল মুন্সি,শিক্ষিকা লিওনী শিখা, শাহানাজ পারভীনসহ প্রমূখ। উল্লেখ্য, থাইল্যান্ডে শিক্ষা সফরের জন্য সরকারী ভাবে সারাদেশ থেকে ১০জন প্রধান শিক্ষককে মনোনীত করা হয়। এর মধ্যে বরিশাল জেলার একমাত্র প্রধান শিক্ষক হিসেবে গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক শিক্ষা সফরে অংশগ্রহন করেন।

About the Author

-

%d bloggers like this: