Published On: Sat, Dec 9th, 2017

স্বরূপকাঠির শামীম হাসান আর নেই

Share This
Tags

হযরত আলী হিরু পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার দানবীর আব্দুর রহমানের ছেলে বালিহারী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী,শিক্ষানুরাগী,ক্রীড়া সংগঠক,সমাজ সেবী আলহাজ্ব মো. শামীম হাসান ৫৫ শনিবার দুপুরে ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে —- রাজেউন)। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। শামিম গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন গতকাল শুক্রবার তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে এয়ার এ্যমবুলেন্সে করে থাইল্যন্ড নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল। এসময় তিনি গুরতর অসুস্থ হয়ে পড়লে তাকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে রাখা হয় । সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে স্ত্রীসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ছাছীনার বড় হুজুর শাহ মো. সাইফুল্লাহ সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এস এম ফুয়াদ, সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম এবং আরো
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যাক্তিবর্গ সহ সমাজের বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন। পারিবারিক সুত্রে জানাগেছে, আজ রবিবার জোহর বাদ বালিহারী খাদেমুল ইসলাম কওমী মাদ্রাসা মাঠে এবং বেলা ২.৩০মি. নিজ বাড়িস্থ বালিহারি জামে মসজিদ প্রাংগনে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

About the Author

-

%d bloggers like this: