Published On: Thu, Dec 7th, 2017

স্বরূপকাঠির বলদিয়ায় বাল্যবিবাহ নিরোধকল্পে সচেতনমূলক সভা

Share This
Tags

হযরত আলী হিরু পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠির সোহাগদল ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধকল্পে এক সচেতনমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বলদিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠির ইউএনও আবু সাঈদ। বলদিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাল্য বিবাহের কুফল ও বাল্যবিবাহ নিরোধকল্পে বিভিন্ন পদক্ষেপের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন ইউএনও আবু সাঈদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাৎ জাহান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মহিউদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো. সাঈদ, ইউপি সদস্য আমিনুল ইসলাম, মো. আব্দুর রহিম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম মানিক, শিক্ষিকা নাসরিন জাহান ও ইমাম মো. আল আমিন প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, জনপ্রতিনিধি, বিবাহের কাজীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর পূর্বে বুধবার সোহাগদল ও দৈহারী ইউনিয়নে অনুরূপ দুটি সভা করা হয়।

About the Author

-

%d bloggers like this: