গৌরনদীতে মুক্তিযোদ্ধাদের মতবিনিময় সভা

0
(0)

গৌরনদী বরিশাল প্রতিনিধি
বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহউদ্দিন আকনের নেতৃত্বের প্রতি আস্থাশীল বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দরা বুধবার বিকেলে অনুষ্ঠিত একটি মতবিনিময় সভার মাধ্যমে মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক ভাবে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন।
বিশ্বের ১৭৩ জন রাষ্ট্র ও সরকার প্রধানের মধ্যে সততায় শীর্ষ তিনে অবস্থান করায় জাতীর অহংকার বঙ্গবন্ধু কন্যা, মাদার অব হিউম্যানিটি নারী অধিকারের স্তম্ভ, দেশরতœ, মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা এ অভিনন্দন জানান।
এ উপলক্ষে বুধবার বিকেল ৪টায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম সরদারের সভাপতিতে উপজেলার ২ নং বার্থী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহউদ্দিন আকনের নেতৃত্বের প্রতি আস্থাশীল স্থানীয় মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মেজবাহউদ্দিন আকন, যুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাফর আলী খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক ঘরামী, আব্দুল মান্নান মৃধা, মুনসুর আলী হাওলাদার, আকবর হোসেন মোল্লা, খান শামচুল হক, হাক্কানী আলম, আব্দুস সালাম খান, মাষ্টার আব্দুল হালিম বেপারী, ডাঃ আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস খান প্রমুখ। সভাটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক খান। সভায় বক্তারা বলেন, আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, মাদার অব হিউম্যানিটি নারী অধিকারের স্তম্ভ, দেশরতœ, শেখ হাসিনা বিশ্বের ১৭৩ জন রাষ্ট্র ও সরকার প্রধানের মধ্যে সততায় শীর্ষ তিনে অবস্থান করায় আমরা আনন্দিত ও গর্বিত। আমরা তার দির্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করছি। আমরা আশাবাদী তার নেতৃত্বে আমাদের দেশ অচিরেই উন্নত রাষ্ট্রে পরিনত হবে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.