Published On: Thu, Nov 30th, 2017

গৌরনদীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Share This
Tags

গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দক্ষিন-পশ্চিম পাড়া গ্রামের আব্দুল চৌকিদার (৫) নামের এক শিশু গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
প্রতক্ষদর্শী ও নিহত শিশু’র পরিবার সৃত্রে জানাগেছে, ওই গ্রামের দিনমজুর আব্দুল আজিজ চৌকিদারের স্ত্রী সিমা বেগম গতকাল বিকেলে তার মেয়ে পুতুলী (৭) ও ছেলে আব্দুল চৌকিদার (৫)কে ঘরে রেখে বাড়ির পার্শ্ববর্তি সবজি ক্ষেতে যায়। এ সময় মেয়ে পুতুলী (৭) ও ছেলে আব্দুল চৌকিদার বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। বোন পুতুলীর অজান্তে খেলার ছলে ছোটভাই আব্দুল বাড়ির পুকুর ঘাটে নেমে পানিতে পড়ে যায়। বিকেল সোয়া ৪টার দিকে পুকুর খাটে হাতমুখ ধুতে নেমে সিমা বেগম তার ছেলে আব্দুলকে পুকুরের পানিতে ভাসতে দেখে ডাক-চিৎকার দিয়ে পানি থেকে তাকে তুলে আনে। পরে স্বজনরা দ্রুত তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডাঃ মাহাবুব আলম মির্জা তখন তাকে মৃত ঘোষণা করেন।

About the Author

-

%d bloggers like this: