বাল্যবিয়েকে “না” বলার অঙ্গীকার

0
(0)

গৌরনদী প্রতিনিধি : বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার পাঁচ শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়েকে “না” বলার অঙ্গীকার নিয়ে সাইকেল র‌্যালীর মধ্যদিয়ে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। জেলার একমাত্র মডেল ডিজিটাল স্কুল আগৈলঝাড়া উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গার্লস নট ব্রাইট বরিশাল জোটের আয়োজনে এবং যৌণ ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক মেয়েদের ক্ষমতায়নের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধ প্রকল্প ব্র্যাক জেন্ডার জাস্টিস এ্যান্ড ডাইভারসিটির সহযোগীতায় সোমবার দিনব্যাপী বাল্য বিয়েকে “না” বলার সতেচতনামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সকাল দশটায় বিদ্যালয় ক্যাম্পাস থেকে ছাত্র-ছাত্রীদের সমন্বিত সাইকেল র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিদ্যালয়ের প্রধানশিক্ষক উজ্জল কুমার মন্ডলের সভপতিত্বে শিক্ষার্থীদের অংশগ্রহনে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্র্যাকের জেলা লার্নিং সেন্টারের অপারেশন ম্যানেজার সুকুমার মজুমদার, সামাজিক ক্ষমতায়ন জেলা কর্মসূচীর ম্যানেজার কালা চাঁদ দাস অসিত, গার্লস নট ব্রাইটের জেলা জোটের সদস্য ও হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতী, বাংলাদেশ মডেল ইয়ুথ পালামেন্টের চেয়ারপার্সন ফিরোজ মোস্তফা, গার্লস নট ব্রাইটের গ্লোবাল ইয়ুথ এ্যাডভোকেট সোহানুর রহমান প্রমুখ।
এসময় পাঁচ শতাধিক শিক্ষার্থী বাল্য বিয়েকে “না” বলার শপথ গ্রহণ করে। সভায় বাল্য বিয়ে প্রতিরোধে সাহসী মেয়েদের গল্প প্রদর্শনী, কুইজ প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাংতা, রামানন্দেরআঁক ও বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.