কমলগঞ্জের লাউয়াছড়ায় বানর অবমুক্ত

0
(0)

কমলগঞ্জ মৌলভীবাজার সংবাদদাতা
মৌণভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল নয়টায় একটি বানর অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী ব্যস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজাররে সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বানর অবমুক্তের সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার(২৪ নভেম্বর) সন্ধ্যায় শমশেরনগর বাজারের অনির্বাণ আবাসিক এলাকার শিক্ষক সমরজীৎ বর্মার বাসায় এ বানরটি ধরা পড়েছিল। ঔ রাতেই বানরটিকে উদ্ধার করে জানকিছড়ায় বন্য প্রাণী সেবা কেন্দ্রে সেবা প্রদানের পর জাতীয় উদ্যানে অবমুক্ত করা হলো।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.