Published On: Fri, Nov 24th, 2017

গৌরনদীতে শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে ভক্ত সম্মলেন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Share This
Tags

গৌরনদী প্রতনিধিি
বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমে ভক্ত সম্মলেন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৫ টায় বাটাজোর শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম মন্দির প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু করে বরিশাল ঢাকা মহাসড়কের বাটাজোর এলাকা প্রদক্ষীন করে মন্দির প্রঙ্গনে এসে শেষ হয়। র‌্যালী শেষে মন্দির প্রঙ্গানে আলোচনা সভা ও ধর্মীয় আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠান উৎযাপন কমিটির সভাপতি পুলিন চন্দ্র বিশ্বসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সারস্বত আশ্রম সংঘাশ্রম, সংগসমূহ ও শ্রীশ্রীগুরুধাম পরিচালনা বোর্ডেও সভাপতি স্বামী অখন্তানন্দ সরস্বতী, অন্যান্ন ভক্ত বৃন্দ।
৩দিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্য আজ ১ম দিনরে অনুষ্ঠানের মধ্য রয়েছে সন্ধ্যা ৭ ঘটিকায় শুভ অধিবাস কৃত্যাদি-মঙ্গলঘট স্থাপন, সম্মিলনীর সু-সজ্জিত পূজামঞ্চে শ্রীশ্রীঠাকুর মহারাজের শ্রীশ্রীঠাকুর মহারাজের শ্রীবিগ্রহ স্থাপন, আবহনী গঙ্গীত, পূজা, আরতি, বারের গান, স্তোত্র বন্দনা, ভক্ত সম্মিলনীর উদ্বোধন, জয়গুরু মহানাম সংকীর্তন অস্তে অধিবাস। ২য় দিনের অনুষ্ঠানের মধ্য রয়েছে সকাল ৭টায় শ্রীশ্রী ঠাকুর মহারাজের আসনে বিশেষ পূজা, আরতি, বাল্যভোগ, হোম স্বাধ্যায়, গীতা ওচন্ডীপাঠ, অঞ্জলী প্রদান, দীক্ষাদান ও ৩য় দিনের অনুষ্ঠান মালায় রয়েছে সাধারন ধর্মসভা সন্ধ্যারতি, ভাব বিনিময় আন্তে আগামী বিভাগীয় ভক্ত সম্মিলনীর আহব্বান, ভাঙ্গলো মেলা বিদায় বেলা বিদায় সঙ্গীত আন্তে জয়গুরু মহানম সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি।

About the Author

-

%d bloggers like this: