উত্তর কোরিয়ার সঙ্গে বন্ধুত্ব জোরদারে কাজ করবে চীন

0
(0)

এস এম রহামান হান্নান, স্টাফ রিপোর্টার//
চীন ও উত্তর কোরিয়ার মধ্যে চলে আসা দীর্ঘদিনের বন্ধুত্ব আরো জোরদারে পিয়ংইয়ংয়ের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছে বেইজিং। উত্তর কোরিয়া সফরে গিয়ে চীনের এক শীর্ষ কর্মকর্তা এই সম্পর্ককে দুই দেশের জনগণের কাছে অমূল্য সম্পদ বলে বর্ণনা করেন। শনিবার চীনা সংবাদমাধ্যমের বরাত দিয়ে এসব কথা জানিয়েছে রয়টার্স। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস সম্পর্কে বিস্তারিত জানাতে পিয়ংইয়ং সফর করছেন চীনের আন্তর্জাতিক বিভাগের প্রধান সং টাও। গত মাসে শেষ হওয়া ওই কংগ্রেসে দলে নিজের ক্ষমতা আরো সুসংহত করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগ শির প্রতিনিধি হিসেবে সংয়ের সঙ্গে উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তা চো রিয়ং হের বৈঠক নিয়ে বিস্তৃত বিবৃতি দেয়। পরদিন চীনা গণমাধ্যম ওই বিবৃতিটিকে কেন্দ্র করে খবর প্রকাশ করে। বিবৃতিতে সং এবং চো দুই দেশ ও দুই দলের মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলেছেন বলে জানানো হয়। তবে বৈঠকে পিয়ংইয়ংয়ের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, তা জানায়নি সিপিসি।
রয়টার্সের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে জানানো হয়েছে, ‘সাবেক নেতারা চীন ও উত্তর কোরিয়ার মধ্যে যে চিরাচরিত বন্ধুত্ব তৈরি করেছেন ও চর্চা করেছেন তা নিয়ে তারা কথা বলেন।’ তারা বলেন, এই বন্ধুত্ব দুই দেশের জনগণের কাছেই অমূল্য সম্পদ। দুই দেশ ও দুই দলেরই এই সম্পর্ক আরো অগ্রসর করার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করা উচিত, যা উভয় দেশের জনগণের উপকারে আসবে। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র বা পারমাণবিক কর্মসূচি নিয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.