সেনা মোতায়েন ছাড়া দেশে সুষ্ঠু নিবার্চন হবে না !
এস এম রহামান হান্নান, স্টাফ রিপোর্টার// সেনা মোতায়েন ছাড়া দেশে কোনো সুষ্ঠু নিবার্চন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খশরু চৌধুরী। তিনি বলেন, সেনা মোতায়েন ছাড়া কোনো ভাবেই আগামী নিবার্চন হতে দেয়া হবে না।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সেনাবাহিনীকে নিবাচর্নের আগে ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিতে হবে, অন্যথায় নিবার্চন হবে না। কোনো দেশে সংসদ বহল রেখে সংসদ নিবার্চন হয় না, এ দেশেও হবে না। ৫ জানুয়ারির মত আর কোনো নিবার্চন এ দেশে হবে না এবং হতে দেয়া যাবে না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ যদি ৫ জানুয়ারির মত নিবার্চন আবার করতে চাই তাহলে যে কোনো মূল্যে সেটাকে প্রতিহিত করা হবে। আমরা দেশে বিশৃঙ্খলা করতে চাই না, কেউ যদি বিশৃঙ্খলা করে তাহলে দেশের জনগণকে পাশে রেখে আমরা তাদেরকে প্রতিহিত করবো। আলোচনা সভায় জাতীয় নাগরিক সংসদের সভাপতি মিসেস খালেদা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ড্যাবের সভাপতি জাহিদ হাসান, ফরিদ উদ্দিন আহম্মেদ প্রমুখ।