গৌরনদীতে ৪০ মণ পলিথিন জব্দ

0
(0)

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী হাইওয়ে থানা পুলিশ গতকাল শুক্রবাব দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের কাছে ঢাকা থেকে বরিশালগামী সুর্যমূখী পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে উৎপাদন ও বিক্রয় নিষিদ্ধ ৪০মণ পলিথিন জব্দ করেছে। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ সাহাদাৎ হোসেন জানান, গৌরনদী উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার ঢাকা মেট্রো-ব-১১-১০৯৩ নম্বরের সূর্যমুখী পরিবহনের ওই যাত্রীবাহী বাসের চালক ফরিদুল ইসলামকে অবৈধ পলিথিন বহনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। পরে জব্দকৃত পলিথিনগুলো বিনষ্ট করার জন্য বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.