আগৈলঝাড়ায় শারীরিক প্রতিবন্ধির বিষপানে আত্মহত্যা

0
(0)

আগৈলঝাড়া প্রতিনিধি ॥
বরিশালের আগৈলঝাড়ায় দুই জনের বিষপানে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে ভর্তির পরে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি শরীরিক প্রতিবন্ধি ছিলেন । গতকাল শুত্রবার সকালে উপজেলার সীমান্তবর্তী ভাউধর গ্রামে এ ঘটনা ঘটে। জানাগেছে, ভাউধর গ্রামের মৃত হরেন বিশ্বাসের ছেলে শারীরিক প্রতিবন্ধি রেনুপদ বিশ্বাস (৬৫) দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ছিলেন। একারনে কোন কাজ-কাম করতে না পারায় টানাটানির সংসারে স্ত্রী শিখা রানী বিশ্বাস দিনমজুরের কাজ করে ও ছেলে অসীম বিশ্বাস গার্মেন্টসে কাজ করে এবং মানুষের সাহায্য ও সহযোগীতায় কোন রকমে চলত তার চিকিৎসা ও সংসার খরচ। এরই ধারাবাহিকতায় শারীরিক প্রতিবন্ধকতা, দুরারগ্য ব্যাধি, অভাব- অনটন ও নানাবিধ সমস্যার কারনে রেনুপদ বিশ্বাস বৃহস্পতিবার সন্ধ্যায় ঘরে থাকা কীটনাশক পান করে। প্রতিদিনের ন্যায় স্ত্রী কাজ শেষে বাড়ি ফিরে এসে স্বামীর ওই অবস্থা দেখে স্থানীয়দের সহযোগীতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুত্রবার সকালে মৃত্যুবরণ করেন। অন্যদিকে একই দিন উপজেলার মুড়িহার গ্রামের ছালেক সরদারের মেয়ে গৌরনদী গার্লস কলেজের ছাত্রী ফারজানা আক্তার (১৮) মা মঞ্জু বেগমের সাথে ঝগড়া করে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় পরিবারের লোকজন মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.