Published On: Fri, Nov 3rd, 2017

স্বরূপকাঠিতে জেলহত্যা দিবস পালিত

Share This
Tags

হযরত আলী হিরু,পিরোজপুর প্রতিনিধি ॥
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বরূপকাঠিতে বঙ্গবন্ধুু ও জাতীয় নেতাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার এ উপলক্ষে দলীয় কার্যালয় থেকে একটি শোক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এস এম ফুয়াদ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জাহিদ হোসেন,আওয়ামীলীগ নেতা অধ্যাপক আব্দুস সালাম ও ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরূপকাঠি সদর ইউপি চেয়ারম্যান মো. আল আমিন পারভেজ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হক, আওয়ামীলীগ নেতা প্রভাষক কাজী সাইফুদ্দিন তৈমুর,কাউন্সিলর নুরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ন আহবাযক মো.আলী আজিম বাচ্চু, যুবলীগ নেতা শহিদুুল ইসলাম রিপন, রুহুল বাহাদুর, উপজেলা স্ব্ছোসেবকলীগের সহ সভাপতি আবুর বাশার, উপজেলা ছাত্রলীগের সবাপপতি রনী দত্ত ও পৌর ছাত্রলীগের সম্পাদক রিয়াজ মাহমুদ । পরে নিহতদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

About the Author

-

%d bloggers like this: