সাধারণে পাস ৬৬.৮৪%, জিপিএ-৫ ৩৩২৪২

0
(0)

উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার পাস ও জিপিএ-৫ উভর কমেছে। ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এবার এইচএসসিতে পাসের হার ৬৬ দশমিক ৮৪ শতাংশ। যা গতবারের চেয়ে ৫ দশমিক ৬৩ শতাংশ কম। গতবার সাধারণ বোর্ডে পাসের হার ছিল ৭২ দশমিক ৪৭ শতাংশ।

এ ছাড়া এবার সাধারণে জিপিএ-৫ কমেছে ব্যাপক। এবার জিপিএ-৫ পেয়েছে ৩৩ হাজার ২শ ৪২ জন শিক্ষার্থী। যা গতবারের চেয়ে ১৫ হাজার ৭শ ০৮ জন কম। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৪৮ হাজার ৯৫০ জন।

রবিবার (২৩ জুলাই) সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি হস্তান্তর করেন।

অপরদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসএসি-ভোকেশনাল পরীক্ষাতেও পাস ও জিপিএ-৫ উভর কমেছে। ভোকেশনালে এবার পাসের হার ৮১ দশমিক ৩৩ শতাংশ। গতবার ছিল ৮৪ দশমিক ৫৭ শতাংশ আর মাদরাসায় পাসের হার ৭৭ দশমিক ২০ শতাংশ। গতবার ছিল ৮৮ দশমিক ১৯ শতাংশ।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.