কমলগঞ্জে গভীর রাতে অভিযানে জুয়ার আসর তছনছ

0
(0)

কমলগঞ্জ(মৌলভীবাজার)
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের দুর্গম কামারছড়া চা বাগানে যাত্রার আড়ালে চলা জুয়ার আসরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-ও নেতৃত্বে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যদের বিশেষ অভিযান চলে। অভিযান টের পেয়ে জুয়াড়িরা পালিয়ে গেলেও আসরের সামিয়ানাসহ সরঞ্জাম ভেঙ্গে তছনছ করে দেওয়া হয়। বুধবার (১ নভেম্বর) দিবাগত রাত ১টায় এ ঘটনা ঘটছে।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের কামারছড়া চা বাগানে চা শ্রমিকদের মনোরঞ্জনের নামে উপজেলা সদর থেকে প্রায় ৮ কি.মি. দূরে প্রত্যন্ত পাহাড়ি এলাকায় আয়োজিত যাত্রাপালার আড়ালে মঙ্গলবার থেকে শুরু হয়েছিল বড় ধরনের জুয়ার আসর। আয়োজকরা প্রতিদিন একটি সিএনজি অটোরিক্সায় করে যাত্রাপালার প্রচারার ফাঁকে জুয়ারও প্রচারনা করছিল। এ দিকে বুধবার থেকে সারা দেশে একযোগে শুরু হয় জুনিয়র সমাপনী (জেএসসি) পরীক্ষা। এর মাঝে যাত্রা ও জুয়ার আসর নিয়ে মঙ্গলবার থেকে কমলগঞ্জ উপজেলায় প্রশাসনের দায়িত্ব নিয়ে জনমনে শুরু হয় নানা গুঞ্জন। ফলে বুধবার দিবাগত রাত ১টায় কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে শ্রীঙ্গলস্থ র‌্যাব-৯ ক্যাম্পের অধিনায়ক বিমান চন্দ্র কর্মকারসহ র‌্যাব সদস্যদের বিশেষ অভিযান পরিচালনা করা হয়।কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আসলে বিভিন্ন পয়েন্টে জুয়াড়িদের সোর্স থাকে। হয়তো তারা আগেই জানিয়ে দেওয়ায় আয়োজকারী ও জুয়াড়িরা পালিয়ে গেছে। তারপরও মূল আসর ভেঙ্গে দেওয়া হয়েছে। জুয়ার বিরুদ্ধে এভাবে অভিযান চলবে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.