কেওলার হাওর অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল বিনষ্ট

0
(0)

কমলগঞ্জ(মৌলভীবাজার)সংবাদদাতা
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের কেওলার হাওরে কারেন্ট জাল উদ্ধারে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হাওরের একটি অংশ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করছে। জানা যায়, বন্যার পানি আসলেই ওই এলাকার স্বার্থান্মেষী মাছ শিকারীরা কেওলার হাওর, লাঘাটা নদী ও আশপাশ এলাকা জুড়ে কারেন্ট জাল পুতে রাখেন। হাওরে চর্তুপাশে এভাবে শত শত কারেন্ট জাল স্থাপন করা হয়। বন্যার পানি নিস্কাশনে হাওরের মাঝ দিয়ে প্রবাহিত একমাত্র লাঘাটা নদীর মাধ্যমে পানি নিস্কাষিত হয়ে মনু নদীতে পড়ে। তবে সুযোগ সন্ধানী মাছ শিকারীরা লাঘাটা নদীতে বাঁশের খাঁটি বসিয়ে মাছ শিকার করার কারনে দ্রুত পানি নিস্কাষিত হতে পারছে না। ফলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষকের প্রায় ৩০০ হেক্টরের আমন ক্ষেত বিনষ্ট হয়েছে। এলাকার কৃষকরা বলেন, কারেন্ট জাল ও বাঁশের খাঁটিতে ছোট বড় মাছ, ব্যাঙ, সাপ, কুচিয়া সহ নানা ধরনের জলজ প্রাণি আটকা পড়ে মারা যাচ্ছে। প্রতি মৌসুমে এভাবে অবাধে কারেন্ট জাল ও বাঁশের খাঁটি স্থাপন করা হলেও তাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ কিংবা প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে কৃষকরা অভিযোগ করেন। এদিকে কারেন্ট জালের সংবাদ পেয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রে মোহাম্মদ মাহমুদুল হক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক বলেন, কেওলার হাওরের ধূপাটিলা এলাকার একটি অংশ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ও কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে দেয়া হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.