স্বরূপকাঠিতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আভিযোগ

0
(0)

হযরত আলী হিরু, পিরোজপুর প্রতিনিধি ॥
পিরোজপুরের স্বরূপকাঠির জলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আশিস বড়ালের বিরুদ্ধে রাতের আধারে সমুদয়কাঠি ও জলাবাড়ি ইউনিয়নের সংযোগ সাকো ভাঙার অভিযোগ পাওয়া গেছে। ওই সাকোটি দিয়ে প্রতিদিন সমুদয়কাঠির দূর্গাকাঠি ও পূর্বজলাবাড়ি এলাকার তিনটি স্কুল কলেজ ও একটি বাজারের প্রায় অর্ধ সহস্ত্রাধীক শিক্ষক, ছাত্রছাত্রী ও লোকজন যাতায়াত করে। শুক্রবার রাতে ওই সাকোটি ভাঙার কারনে ওই এলাকার লোকজন চরম দূর্ভোগে পড়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী দুর্গাকাঠি এলাকার মানিক প্রধান জানান, ওই রাতে জলাবাড়ি ইউপি চেয়ারম্যান আশিষ বড়ালের নেতৃত্বে ২০/২৫ জন লোক দেশিয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ভাঙার সময় তিনি তার প্রতিবাদ করলে তাকে দাও দিয়ে কোপাতে চান চেয়ারম্যান। পরে এলাকাবাসী বের হলে চেয়ারম্যান তার লোকজনকে নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে জলাবাড়ি ইউপি চেয়ারম্যান আশিষ বড়াল জানান, রাতে এলাকার নিরাপত্তার কথা চিন্তা করে সাকোটি ভাঙা হয়েছে। ওই সাকো দিয়ে রাতে সমুদয়কাঠি এলাকার কিছু ছেলেরা অস্ত্র নিয়ে তার এলাকায় প্রবেশ করে বলে তার দাবী। সমুদয়কাঠি ইউনিয়নের চেয়ারম্যান এম কে সবুুর তালুকদার বলেন সাকো দিয়ে মানুষের উপকার হয় মিথ্যা ক্ষতির অযুহাত দেখিয়ে সাকোটি ভাঙায় জনগনের দূুর্ভোগ হচ্ছে। নেছারাবাদ থানার ওসি মুনিরুল ইসলামকে বিষয়টি জানালে তিনি সাকোটি পুনঃস্থাপনের আশ^াস দিয়েছেন বলে তিনি জানান। এ ব্যাপারে ওই এলাকাবাসী ওই স্থানে একটি পুল স্থাপনের দাবী জানান।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.