পল্লীকবি জসীমউদ্‌দীনের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ

0
(0)

মোঃ আহছান উল্লাহ।

পল্লীকবি জসীমউদ্‌দীনের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক অতুল সরকার।

একুশে পদকপ্রাপ্ত এই সাহিত্যিক ১৯৭৬ সালের এদিনে মারা যান। তাঁকে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পৈতৃক বাড়ির আঙিনায় তাঁর প্রিয় ডালিমগাছের নিচে সমাহিত করা হয়। তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।

পল্লীকবির স্মরণানুষ্ঠানে জেলা পুলিশ, ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থা, ফরিদপুর সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক, সংস্কৃতিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে।

কবর ও আসমানী তাঁর বিখ্যাত দুটি কবিতা। এ ছাড়া ‘মধুমালা’, ‘বেদের মেয়ে’, ‘সোজন বাদিয়ার ঘাট’, ‘নক্সী কাঁথার মাঠ’সহ নানা সাহিত্য রচনা করে তিনি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.