কায়েদ কাফেলার জান্নাতি বাগানের ফুল

0
(0)


আহছান উল্লাহ।
যুগ শ্রেষ্ঠ দার্শনিক, ওলিয়ে কামেল, ইত্তেহাদ মা’য়াল ইখতিলাফ তথা মতানৈক্যসহ ঐক্য নীতির প্রবক্তা হযরত কায়েদ সাহেব হুজুর রহ.প্রতিষ্ঠিত নেছারাবাদ কমপ্লেক্স এবং ঝালকাঠি এন এস কামিল মাদরাসার আওতাধীন আযীযিয়া হাফিজি মাদ্রাসা বাংলাদেশের একটি অন্যতম হাফিজি মাদ্রাসা।এ হাফিজি মাদ্রাসার ছাত্ররা প্রতিবছরই পিএইচপি কোরআনের আলো সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করে থাকে।২০১৬ সালে হাফেজ মোহাইমিনুল ইসলাম পিএইচপি কোরআনের আলোতে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করেছিল। এছাড়াও বিভিন্ন বছর দ্বিতীয় -তৃতীয় স্থান অধিকার সহ ভালো ফলাফল অর্জন করে আসছে বরাবরই এ মাদ্রাসার ছাত্ররা। এ বছর ২০২১ সালে পিএইচপিতে অংশগ্রহণের জন্য ঢাকার উদ্দেশ্যে আজ ১৪.০১.২১ ইং বিকাল পাঁচটায় নেছারাবাদ ত্যাগ করেছেন হাফেজ ওবায়দুল্লাহ ইমন, হাফেজ ছাকিব আব্দুল্লাহ, হাফেজ হাবিবুর রহমান মুবিন, হাফেজ আব্দুল গফফার, হাফেজ আব্দুল্লাহ আল আমান, হাফেজ মাজহারুল ইসলাম জিদান, হাফেজ আব্দুল্লাহ আল জায়েদ ও হাফেজ জিহাদুল ইসলাম সহ মোট ৮ জন।

এদের সঙ্গে রয়েছেন হাফেজ মোঃ কামাল উদ্দিন। পরিচালক আযীযিয়া হাফিজি মাদ্রাসা ( নেছারাবাদ হাফিজি মাদ্রাসা)।

তথ্য সুত্র.আরবী প্রভাষক মাওলানা জেএম মনিরুজ্জামান।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.