জেলা প্রশাসকের গৌরনদীতে মতবিনিময় সভা

0
(0)


সজল হাওলাদার।
বরিশালের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার গতকাল মঙ্গলবার গৌরনদীতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সূধীজনদের সাথে মতবিনিময় করেছেন। গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বেলা ১১টায় গৌরনদী উপজেলা পরিষদের শহীদ সুকান্তবাবু মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ,এম জয়নাল আবেদীন, সরকারি গৌরনদী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নিজামুল হায়দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক (বীর বিক্রম), উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী সহকারী কমিশনার (ভ‚মি) আরিফুল ইসলাম প্রিন্স, গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন, গৌরনদী পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রহমান। বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইয়্যেদ মোঃ আমরুল্লাহ, নলচিড়া ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক এইচ,এম ইলিয়াস, তিখাসার অভি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমূল্য রতন কর প্রমূখ।
উল্লেখ্য, নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বরিশালের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর গৌরনদীতে এটাই তার প্রথম সভা। পূর্বনিধারিত সময়ে তিনি গৌরনদীতে এসে পৌছলে গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জন প্রতিনিধিগন তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। সভা শেষে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে একটি বকুল গাছের চারা রোপন করেন।

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.