গৌরনদীতে আওয়ামীলীগ-বিএনপি’র দুই মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

0
(0)


আহছান উল্লাহ।
বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদের নির্বাচনে অংশগ্রহনের লক্ষে সরকারি দল আওয়ামী লীগ ও রাজ পথের প্রধান বিরোধী দল বিএনপি মনোনীত দুইজন প্রার্থী গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এ পৌরসভার ৯টি পুরুষ ওয়ার্ডের কাউন্সিলর পদে সর্বমোট ৩২ জন পুরুষ প্রার্থী ও সংরক্ষিত ৩টি নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে সর্বমোট ৯জন নারী প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ হারিছুর রহমান গতকাল বেলা ১১টার দিকে তার দলীয় গুরুত্বপূর্ন কয়েকজন নেতা-কর্মীকে সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের দপ্তরে তার মনোনয়ন পত্র জমা দেন।

অপর দিকে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শরীফ জহির সাজ্জাদ হান্নান তার দলীয় কয়েকজন গুরুত্বপূর্ন নেতা-কর্মীকে সাথে নিয়ে গতকাল দুপুর ২টার দিকে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের দপ্তরে তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উভয় প্রার্থীই এ নির্বাচনে জয়ের আশাবাদ ব্যাক্ত করেন।
গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান জানান, মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার এ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ-বিএনপির একজন করে মোট ২জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশনে নিবন্ধিত অন্যকোন দল থেকে কেউ প্রার্থী হয়নি। অপরদিকে পৌরসভার ৯টি পুরুষ ওয়ার্ডের কাউন্সিলর পদে সর্বমোট ৩২ জন পুরুষ প্রার্থী ও সংরক্ষিত ৩টি নারী ওয়ার্ডের কাউন্সিলর পদে সর্বমোট ৯জন নারী প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন

How useful was this post?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.