Published On: Sat, Oct 31st, 2020

উজিরপুরে বিএনপির নেতা আব্দুল হক বালী’র স্মরণে শোকসভা ও দোয়া অনুষ্ঠান

Share This
Tags


বিডি কামাল,স্টাফ রিপোর্টর।
বরিশালের উজিরপুর উপজেলা বিএনপির সদ্য প্রয়াত সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক বালী’র স্মরণে শুক্রবার বিকেলে এক শোকসভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্ট’ুর সার্বিক তত্বাবধানে উজিরপুর উপজেলা ও পৌর বিএনপি যৌথভাবে ওই শোকসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।
উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মাজেদ তালুকদার (মান্নান মাষ্টার) এর সভাপতিত্বে শুক্রবার বিকেল ৩টায় বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সভাপতি মোঃ এবায়দুল হক চান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উজিরপুর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন খান, উজিরপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খান, বরিশাল আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আসাদুজ্জামান বাদশা, পৌর বিএনপির সহ-সভাপতি গিয়াস উদ্দিন বালী, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান টুলু প্রমুখ।

About the Author

-

%d bloggers like this: