Published On: Sun, Oct 11th, 2020

শংকর কুমার সরকারের পরলোকগমন

Share This
Tags


স্টাফ রিপোর্টার। গৌরনদী প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি ও শুভসংঘ গৌরনদী উপজেলা শাখার সভাপতি বিশ্বজিত সরকার বিপ্লবের বড় ভাই ও দক্ষিন পালরদী গ্রামের বাসিন্ধা বিশিষ্ট ব্যবসায়ী শংকর কুমার সরকার (৫২) । গতকাল রবিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোকগমন করেছেন। মৃতকালে তিনি স্ত্রী ১ কন্যা ও ১ পুত্র রেখে গেছেন। গতকাল রাতে পারিবাড়িক স্বশানে তাকে সমাহিত করা হয়। তার অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক জানিয়েছেন,জেলা আওয়ামীলীগের সদস্য সেরনিয়াবাদ আশিক আবদুল্লাহ,গৌরনদী পৌরসভার মেয়র হারিছুর রহমান,গৌরনদী প্রেস ক্লাব ও শুভসংঘ গৌরনদী উপজেলা শাখার সকল সদস্যবৃন্ধ।

About the Author

-

%d bloggers like this: