Published On: Wed, Oct 18th, 2017

আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধাকে হত্যার হুমকি

Share This
Tags

আগৈলঝাড়া প্রতিনিধি॥
বরিশালের আগৈলঝাড়ায় এক মুক্তিযোদ্ধার জমিতে রোপিত শতাধিক গাছের চারা তুলে ফেলে তাকেসহ তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকালে উপজেলার চেঙ্গুটিয়া (কাজীর গ্রাম) গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরদারের জমিতে তার ছেলে রাজিব সরদারসহ পরিবারের সবাই মিলে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপন করে। কিছু সময় পরে প্রতিপক্ষ সুমন তালুকদার, নিজাম সরদার, শানু বেগম, নারগিস বেগমসহ ৪-৫জনের একটি দল বিভিন্ন প্রজাতির শতাধিক রোপনকৃত গাছের চারা তুলে ফেলে এবং তাদের হত্যার হুমকি দেয়। এঘটনায় বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান সরদারের ছেলে রাজিব সরদার বাদী হয়ে থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানাগেছে।

About the Author

-

%d bloggers like this: