Published On: Sat, Aug 8th, 2020

গৌরনদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন পালিত

Share This
Tags


বিডি কামাল,স্টাফ রিপোর্টার গৌরনদী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল শনিবার বরিশালের গৌরনদীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে টেলিভিশনের মাধ্যমে জাতীয় পর্যায়ের মূল অনুষ্ঠান উপভোগ শেষে এক আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল “বঙ্গমাতা ত্যাগ ও সুন্দরের সাহসী প্রতীক”। গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।
বক্তব্য রাখেন, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তুষার দেব বৈষ্ণব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, গৌরনদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ নকিবুল হক, সাবেক সভাপতি বিএম বেলাল হোসেন প্রমুখ।

About the Author

-

%d bloggers like this: