Published On: Wed, Aug 5th, 2020

আগৈলঝাড়ায় ইউএনওর মেয়ে, পুলিশ অফিসারসহ নতুন করে আরও ৪জনের করোনা সনাক্ত

Share This
Tags

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল।। বরিশালের আগৈলঝাড়ায় ইউএনও রওশন ইসলাম চৌধুরীর শিশু কন্যা, ইউএনও’র স্ঠাফ, থানার একজন এসআইসহ নতুন করে আরও চার জনের করোনা সনাক্ত হয়েছে। মঙ্গলবার রাত দশটায় তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, গত ২৪ ঘন্টায় উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরীর মেয়ে, তার স্ঠাফ আমিনুল, থানার এসআই জামাল উদ্দিন ও পয়সা গ্রামের জেবারুল নামক ব্যক্তির করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এর আগে ইউএনও’র স্ত্রী, পরে ইউএনও রওশন ইসলাম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে আইস্যুলেশনে রয়েছেন। একই দিন আগৈলঝাড়া যুগান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামসহ ৯জনের শরীরে করোনা ভাইরাস নেগেটিভ ফলাফল এসেছে। উপজেলায় এপর্যন্ত মোট করেনায় আক্রান্ত ৫৭জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন, মৃত্যু বরন করেছেন ৩জন।###

About the Author

-

%d bloggers like this: